অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরা সীমান্তে একজন আটকে

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরায় একজনকে আটক করেছে বিজিবি। তার নাম মানিক উদ্দীন (৩৪), তিনি  চট্রগ্রাম জেলার গামরিয়াতলা এলাকার বাসিন্দা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা  জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়নের বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক জানান, মানিক উদ্দীন গত মে মাসে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়।  সেখান থেকে সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাকে আটক করা হয়। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর