মন্তব্য
দেশের ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেবে সরকার। আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে বিষয়টি জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শ্রম উপদেষ্টা বলেন, নতুন কিছু না করলেও দেশের যে ব্যবস্থাগুলো আছে, সেগুলো যদিসচল করতে পারি তাহলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। কিছুদিন আগে শ্রমিকদের ১৮ দফার মধ্যে যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জোর দেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো নিয়ে কাজ করছি আমরা।
বিডি২৪অনলাইন/ই/এমকে