চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ অর্থ গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় ৭৮ কোটি ডলার বেশি। ২৮ দিনে আসা রেমিট্যান্সের ডলারকে দেশীয় মুদ্রায় বিনিময় করলে টাকার পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৩৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
রোববার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য বলছে, এ ২৮ দিনে গড়ে দৈনিক রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৫ লাখ ডলার। আর এ হারে রেমিট্যান্স এলে মাস শেষে প্রবাসী আয় ২২৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২৮ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৬৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ লাখ মার্কিন ডলার এসেছে রেমিট্যান্স।
বিডি২৪অনলাইন/ই/এমকে