ক্রমেই চোঙ রাঙাচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটাই প্রথম, একদিনে এতো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৬ জনে।
রোববার (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গুর তথ্য পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।
প্রাপ্ত তথ্য বলছে, এর আগে গত ২২ সেপ্টেম্বর চলতি বছরের একক দিন হিসাবে সবচেয়ে বেশি ৯২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে রোববার সে সংখ্যাও ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৩৪ জন রয়েছেন। এছাড়া বিভাগ অনুযায়ী, ঢাকায় ২৬৭ জন, বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ১৮৩ জন, খুলনায় ১৩৪ জন, ময়মনসিংহে ৪৮ জন ও রাজশাহীতে ৫৩ জন রয়েছে। এ পরিসংখ্যান বলছে সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরে জুন মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। চলতি বছরের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাযকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন স্বাস্থ্যবিদরা।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২৯ হাজার ৭৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। আর এ পর্যন্ত মারা যাওয়া ১৫৮ জনের মধ্যে ৫১ দশমিক তিন শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ।
বিডি২৪অনলাইন/এন/এমকে