অক্টোবরে ঘূর্ণিঝড়ের পাশাপাশি বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৪

চলতি অক্টোবর মাসে থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে।  এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের  কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

মঙ্গলবার ( অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,   মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে দু-চারদিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে তিন-পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তাপমাত্রার বিষযে পূর্বাভাসে বলা হয়েছে, দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর