দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর এবং দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ‘ইউনিট ৮২০০’-এর ঘাঁটি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে হামলার পর মধ্য ও উত্তর ইসরায়েলের বেসামরিকদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড।
ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উপকণ্ঠে মোসাদ সদর দপ্তর ও গিলিলতে সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ‘ইউনিট ৮২০০’-এর ঘাঁটি অবস্থিত।
হিজবুল্লাহ তাদের এক বিবৃতিতে হামলা প্রসঙ্গে বলেছে, মোসাদ সদরদপ্তর এবং ইউনিট ৮২০০ এর ঘাঁটি লক্ষ্যবস্তু করে মুহুর্মুহু ফাদি-৪ রকেট ছোড়া হয়েছে।
এদিকে নতুন বিধিনিষেধ ঘোষণা করা এলাকার মধ্যে রয়েছে- তেল আবিব, জেরুজালেম, শারন অঞ্চল, কার্মেল এলাকা, ওয়াদি এরা এবং উত্তর পশ্চিমতীর। এসব জায়গায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র রয়েছে, কেবল সেগুলোতেই শিক্ষা কার্যক্রম চালানো যাবে। এছাড়া এসব এলাকায় বাইরে শুধুমাত্র ৩০জন এবং ইনডোরে একসঙ্গে সর্বোচ্চ ৩০০ জন জড়ো হতে পারবেন। পাশাপাশি নিরাপত্তা বিবেচনায় সমুদ্র সৈকত বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে। সূত্র- এএফপি
বিডি২৪অনলাইন/আই/এমকে