আশুলিয়ায় সড়কে শ্রমিকদের নেমে আসা ও সহিংসতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেখানে গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে। গুজব ছড়ানো হয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ এবং দুজনকে খুন করেছে। এভাবে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। এর আগে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা হয়। আশুলিয়ায় গার্মেন্টস কারখানার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছিল জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথম থেকেই সুনির্দিষ্ট কিছু মানুষ উসকানি দিয়ে আসছে।
শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বলেন, একজন শ্রমিক সেখানে নিহত হয়েছেন। আমাদের পক্ষ থেকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুরসহ তাদের ওপর হামলা চালিয়েছে শ্রমিকরা। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারী গুলি ছুড়েছিল প্রথম। সেখান থেকে গোলাগুলির সূত্রপাত হয়। দুঃখজনকভাবে সেখানে আমাদের একজন শ্রমিক নিহত হন,সাতজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীরও ১৩ সদস্য আহত হয়েছে চিকিৎসা নিচ্ছে। গুলি প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রথম গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে। ইতোমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে, আইনের আওতায় আনা হবে তাদের।
বিডি২৪অনলাইন/এন/এমকে