মন্তব্য
পাবনার আটঘরিয়ায় সাড়ে তিন লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তার আগে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল থেকে এসব জাল আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম জাল পুড়িয়ে ফেলার আদেশ দেন।
উপজেলার প্রশাসনের সহযোগিতায় এ বিলে অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৯৫টি অবৈধ চায়না দুয়ারি জাল আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
এদিকে এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের বালিয়ার বিল, তারা পাশা বিল, লক্ষীপুর ইউনিয়নের গারুলিয়া, গম বিলে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার চলছে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে