আটোয়ারীতে মাদরাসার অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

পঞ্চগড় প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪

দুর্নীতি জাল-জালিয়াতি প্রমাণিত হওয়ায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বেতন-ভাতা এবং এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না, সেটা জানতে চাওয়া হয়েছে নোটিশে।

পহেলা অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশটি দেওয়া হয়েছে। ৫ অক্টোবরের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নোটিশের জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়ে মুঠোফোনে অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের সাথে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন তিনি।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর