সার্বিক মূল্যস্ফীতি কমেছে ০.৫৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৪

গত আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে .৫৭ শতাংশ। বুধবার (০২ অক্টোবর)  প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)র এক এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

বিবিএস জানায়,  দেশে গেল আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ, সেখান থেকে কমে  সেপ্টেম্বরে দাঁড়িয়েছে .৯২ শতাংশে। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৪০ শতাংশে,  এটা আগস্টে ছিল ১১.৩৬ শতাংশ।

বিবিএস তাদের প্রতিবদনে জানান, খাদ্য বহির্ভূত খাতে আগস্টে মূল্যস্ফীতি ছিল .৭৪ শতাংশ, সেপ্টেম্বরে দাঁড়িয়েছে .৫০ শতাংশ।

এর আগে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল জুলাইয়ে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ১১.৬৬ শতাংশ। এর আগের মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল .৭২ শতাংশ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর