৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৪

ফেনীসহ দেশের দক্ষিণ অঞ্চলে বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজেদের সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার ( অক্টোবর) রাজধানী ঢাকায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের কাছে টাকার চেক তুলে দেন সমন্বয়করা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম হয়েছে, সেটার পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সব আয়-ব্যয়ের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা আছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকা  হস্তান্তর করবো আমরা।

তিনি আরও জানান, ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি এবং বন্যাকবলিত জেলাগুলোতে ছাত্রপ্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। আমরা চাই আমাদের টাকাটা সাধারণ মানুষের পুনর্বাসনে পৌঁছে যায়। আমরা ওয়াচডগ হিসেবে তদারকি করবো। সেই চিন্তা-ভাবনা থেকে আট কোটি টাকা হস্তান্তর করছি- যোগ করেন লুৎফর রহমান।

দুটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যার্তদের জন্য ব্যয় করা হবে বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর