গুরুদাসপুরে সাংবাদিককে জড়ানো হয়েছে মামলায়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪

নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংবাদিক রাশিদুল ইসলামসহ ৮জনের নামে মামলা করা হয়েছে। গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি করেছেন খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল করিম।

রাশিদুল ইসলাম দৈনিক ইত্তেফাকের গুরুদাসপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন। গত ২৬ আগস্ট ইত্তেফাকেকোটিপতি দুই ভাইয়ের ভয়ে তটস্ত গ্রামের মানুষশিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদে বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শফি তার ছোট ভাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শওকত আলীর কথা তুলে ধরা হয়।

এর আগে সংবাদ সম্মেলন করে উপজেলার বামনবাড়িয়া গ্রামের অন্তত ২০ জন কৃষক রফিকুল ইসলাম শফি, মো. শওকত আলী রবিউল করিমের বিরুদ্ধে জমাজমি দখলসহ নানা অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনের খবরটিও ইত্তেফাকে প্রকাশ হয়। এসব কারণে রাশিদুল ইসলামকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

এদিকে গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে প্রতিবাদ সভা করেছেন গুরুদাসপুরের সাংবাদিক মহল। সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের দিল মোহাম্মদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠের এম এম আলী আক্কাছ, প্রথম আলোর আনিছুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম, কালবেলার মিজানুর রহমান, সমকালের নাজমুল হাসান নাহিদ, মানবকণ্ঠের জালাল উদ্দিন, সকালের সময়’র আতিকুর রহমান, বাংলাদেশ বুলেটিনের রহমত আলী প্রমূখ। সভায় মামলা থেকে রাশিদুল ইসলামের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর