পঞ্চগড়ে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাসহ ৬জন আহত হয়েছেন। বুধবার রাত ১১ টার দিকে বোদা উপজেলার তেপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-বেংহাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ ঐক্যের সভাপতি পলাশ চন্দ্র রায়, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রাফিউল্লাহ প্রধান, খালেকুল ইসলাম ও মোশারফ হোসেন।
জানা যায়, তেপুকুরিয়া এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল্লাহ সুফিকে স্থানীয় শাহিনুর রহমান, সামসুলসহ একটি পক্ষ প্রধান অতিথির প্রস্তাব করে। কিন্তু সে প্রস্তাবে ভেটো দেয় আরেকটি পক্ষ। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ভুক্তভোগী আনিসুর রহমান জানান, শাহিনুর রহমান প্রধানের নেতৃত্বে সাজ্জাদ,সামসুল,হাবিবুরসহ একাধিক লোকজন আমিসহ বিএনপির লোকজনের উপর হামলা করে। এতে আমরা ছয়জন আহত হয়েছি।
অভিযুক্ত বেংহাড়ি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান প্রধান জানান, মাহফিলের প্রধান অতিথি করাকে নিয়ে আলোচনার শেষে মারপিটের ঘটনা ঘটে। বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে