মন্তব্য
যত দ্রুত সম্ভব সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। বর্তমানে এ আইনে মামলা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, এ আইন সংশোধন করলেও মানুষের মনে শঙ্কা থেকে যাবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধন নিয়ে এক অনুষ্ঠানে বিষয়টি জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আইনটি বাতিলের পক্ষে মতামত ব্যক্ত করেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে