দ্রুত বাতিল করা হবে সাইবার নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৪

যত দ্রুত সম্ভব সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। বর্তমানে আইনে মামলা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, আইন সংশোধন করলেও মানুষের মনে শঙ্কা থেকে যাবে।

বৃহস্পতিবার ( অক্টোবর) রাজধানী ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধন নিয়ে এক অনুষ্ঠানে বিষয়টি জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আইনটি বাতিলের পক্ষে মতামত ব্যক্ত করেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর