জয় দিয়ে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশন শুরু

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৪

 

আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার পর্দা উঠেছে টি-২০ নারী বিশ্বকাপের। এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬ রানে জয় পেয়েছে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।  ব্যাট হাতে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে পারে স্কটিশ মেয়েরা।

বল হাতে বাংলাদেশের রিতু মনি ১৫ রান দিয়ে নেন উইকেট। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন রাবেয়া খান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান রিতু মনি। এর আগে ব্যাট করতে নেমে খুবই স্লো শুরু করেন দুই ওপেনার সাথি রাণী এবং মুর্শিদা খাতুন। ১২ রানে আউট হন মুর্শিদা খাতুন। ২৯ রান করে সাজ ঘরে ফেরেন সাথি রাণী। তাজ নেহার ব্যাট করতে নেমে রানআউটের শিকার হন। নিগার সুলতানা জ্যোতি এবং সুবহানা মুস্তারি মিলে ৮৬ রান পর্যন্ত টেনে নেয়। মুস্তারি ৩৮ বলে ৩৬ রান করেন। নিগার সুলতানা ১৮ বলে করেন ১৮ রান। শেষ দিকে ফাহিমা খাতুনের ১০ রানে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় উইকেটে ১১৯ রান।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর