দাফনের দুই মাস পর কবর থেকে শফিকের লাশ উত্তোলন

নকলা (শেরপুর) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪

শেরপুরের নকলায় দাফনের দুই মাস পর কবর থেকে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শফিকের  লাশ উত্তোলন করা হয়েছে।  আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ( অক্টোবর) বিকালে উপজেলার  চিতলিয়া গ্রাম থেকে তার লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় শেরপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার কাচপুর ব্রীজের নিচে পুলিশের গুলিতে আহত হন শফিক। পরে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  শফিক স্থানীয় মৃত জুলহাসের ছেলে।

নিহত শফিকের  চাচাতো ভাই আবু হানিফা জানান, আগস্ট সকাল ১০টায়  বাড়ি থেকে একটু  দূরে একটি কবরস্থানে শফিকের  লাশ দাফন করা হয়।  এ ঘটনায় পরে ১৫ আগস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরো কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়।

লাশ উত্তোলনের সময় উপস্থিত নারায়ণগঞ্জ পুলিশের এসআই ওলিয়ার রহমান বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর