সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৪

নিয়মনীতির বাইরে  বিএসএফ বা ভারতকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বলেনছে, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি।  সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার ( অক্টোবর) রাজধানী ঢাকায় বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিজিবিপ্রধান বলেন, দেশের কিছু কিছু অপরাধী চক্র বিএসএফকে তথ্য দিচ্ছে। রকম কয়েকজনকে শনাক্ত করে এনটিএমসির মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করা হযেছে।

বিজিবি মহাপরিচালক বলেন, আমরা সীমান্তে পিঠ দেখাব না। ধরণের ঘটনায় নানা ক্লিয়ারেন্স নিয়ে কাজ করা লাগতো আগ। এখন সরাসরি কাজ করতে পারছি আমরা। পেশাদার একটা সম্পর্ক বিএসএফের সঙ্গে রাখতে হবে, সেটা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। কিন্তু কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে সীমান্তে কিছু হবে না। কেননা বিএসএফের চেয়ে বিজিবি কোনো অংশে কম নয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর