সাতক্ষীরায় সীমান্ত থেকে নারীসহ ৫জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪

সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় জনকে হিজলদী সীমান্ত থেকে এক  নারী যুবককে  আটক করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে প্রথম ৩জনকে ও বাকি দুজনকে সকালে  আটক করা হয়।

আটককৃতরা- দেবহাটা উপজেলার পদ্মশাখরা  গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে জসিম উদ্দিন, সদর উপজেলার  লক্ষীদাড়ী এলাকার আসাদুল সরদারের  ছেলে  বিলাল হোসেন ও শামছুজ্জামান, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে নাগরিক মৌসুমী, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রপানা গ্রামের মৃত আয়নাল উদ্দীন শেখের ছেলে মামুন।

সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, পদ্মশাখরা দিয়ে কয়েজন  বাংলাদোশ নাগরিক ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির একটি টিম সেখানে অবস্থান নেয়। ওই  সময় ২টি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। তিনি আরো জানান, অপরদিকে গত আগস্ট মাসে  যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এক যুবক এক নারী।  তারা সকালে হিজলদি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর