মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গুরুদাসপুরে বিক্ষোভ-সমাবেশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ  হয়েছে। শুক্রবার ( অক্টোবর) জুমার নামাজ শেষে চাঁচকৈড় ধানহাট মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গুরুদাসপুর শাপলা চত্তরে সমাবেশ হয়। নাটোরের গুরুদাসপুর আহলে সুন্নাহ ওয়াল জামায়াত পরিষদ ওই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে। মিছিলে ও সমাবেশে উপজেলার হাজার হাজার মুসল্লী, শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে বক্তরা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ এবং তাকে সমর্থনকারী  বিজিপির সংসদ সদস্য নিতেশ নারায়ন রানের ফাঁসি দাবি করেন। তারা বলেন, দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। সরকারের প্রতি রাষ্ট্রিয়ভাবে নিন্দা ভারতের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ আহবান জানান তারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব পথসভায় বক্তব্য দেন- চাঁচশিশা ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল আহাদ,খুবজীপুর মহিলা মাদ্রাসার পরিচালক ইয়াছিন নুমানী,নুর একাডেমীর পরিচালক মওলানা জামিল আহম্মদ,চাঁচকৈড় বাজার মার্কাজ মসজিদ মাদরাসার নায়েবে মুহ্তামিম মওলানা ফরিদুল ইসলাম,খলিফাপাড়া ইসলাহুল উম্মা মাদ্রাসার মুতামিম মোহাম্মাদুল্লাহ রহমানী প্রমুখ। সমাবেশ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর