ইবাদত বন্দেগি করছি : চম্পা

২৮ মার্চ ২০২১

করোনাভাইরাসের কারণে কোনো শুটিং করছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এ সুযোগে পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন।

তবে অবকাশ যাপনের এ সময়টাতে ইবাদতে আরও বেশি মশগুল হয়েছেন আশির দশকের এ জনপ্রিয় অভিনেত্রী।

চম্পা বলেন, করোনার কারণে এখন আর কাজ করছি না। বাসায় সময় কাটাচ্ছি। ধর্মকর্ম আর ইবাদত বন্দেগি করছি। বাসার বিভিন্ন কাজ করছি। পরিবারকে সময় দিচ্ছি।


মন্তব্য
জেলার খবর