জুলাই হত্যাকাণ্ডে নিহত শিশুদের প্রত্যেকের পরিবার পাবে ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৪

জুলাই হত্যাকাণ্ডে ১০৫ জন শিশু নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

রোববার ( অক্টোবর) রাজধানী ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শারমীন এস মুরশিদ বলেন, যেসব শিশু শহিদ হয়েছে... আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে, তাদের ১০৫ জনকে  সোমবার ৫০ হাজার করে টাকা দেওয়া হবে শিশু দিবস উপলক্ষ্যে। সেই সঙ্গে একটি মানপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর