মাতারবাড়িতে হবে গভীর সমুদ্রবন্দর

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৪

মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর তৈরি করা হবে। বন্দরটি করতে অর্থনৈতিক সাহায্য পেতে জাপানকে প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (০৭ অক্টোবর) রাজধানী ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা . ওয়াহিদউদ্দিন মাহমুদ। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক হয়।

জাপানকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোন দেশ এটা নির্মাণ করবে, সেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে। শেষমেশ প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।  তিনি জানান,  সব যাচাই-বাছাই শেষে জাপানকে নিরাপদ মনে করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কেননা তাদের ঋণের শর্ত ভালো। আর প্রকল্পে অনিয়ম হলে বিচারের জন্য দেশটিতে আইনি কাঠামোও বেশ শক্ত।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর