জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে ৭৩৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
উপদেষ্টা বলেন, আন্দোলনে ৭৩৭ জন নিহত হওয়ার এ তথ্য ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকায় বলা হয়েছে, নিহত দেড় হাজারের বেশি। তাদের সেই তালিকা আমাদের দিলে ক্রস চেক করে দেখবো আমরা। আজ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, সেখানে ৭৩৭ জন নিহত হয়েছেন। এগুলো যাচাই করা হয়নি।
তিনি বলেন, আন্দোলনে আহত ২৩ হাজারের বেশি মানুষের মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। দুই চোখ হারিয়েছেন ২০০ জন। হাত-পা কেটে ফেলতে হয়েছে এমন ছাত্র-জনতা আছেন।
উপদেষ্টা জানান, নিহতদের ক্ষেত্রে তথ্য যোগারে বেশ বড় রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিছু কিছু আছে কেস করেননি, পোস্টমর্টেম হয়নি, সার্টিফিকেট পায়নি। আবার কিছু কিছু আছে ধরার পড়ার ভয়ে হাসপাতালে ভর্তির সময় সত্যিকারের ঠিকানা লুকিয়েছেন। কাজেই যখন মারা গেছেন,যেই ফলস ঠিকানা ছিল সেটা নিয়েই কাজ শুরু করতে হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে