‘টান’ এর টিজারে মুগ্ধতা ছড়ালেন বুবলী

২১ জানুয়ারী ২০২২

নিজের প্রথম ওয়েব ফিল্মের প্রথম ঝলকেই মুগ্ধতা ছড়ালেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সদ্য প্রকাশিত টিজারে দেখা গেল ভিন্ন এক বুবলীকে। ‘টান’ শিরোনামের এই ওয়েব ফিল্মে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হয়ে চমক দেখালেন এই নায়িকা।

 

বৃহস্পতিবার প্রকাশিত এক মিনিটেরও কম সময়ের এই টিজারে তুলে ধরা বিভিন্ন দৃশ্যে সিয়াম-বুবলীর ভিন্ন রূপ ও অভিনয় দর্শকদের নজর কেড়েছে। চরকি প্রযোজিত ওয়েব ফিল্মটিতে অবনী-রাশেদ চরিত্রে অভিনয় করেছেন প্রথমবার জুটি বাঁধা এই দুই তারকা।

 

বুবলীকে এতদিন বাণিজ্যিক সিনেমার সুদর্শনা গ্ল্যামারাস নায়িকার রূপেই দেখে আসছে দর্শক, তবে ‘টান’-এ নিজেকে নতুনভাবে চেনাবেন তিনি। এরই মধ্যে প্রকাশিত টিজারে দর্শকের হৃদয়ে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই ওয়েব ফিল্মে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করে নিজেকে আরও একবার প্রমাণ দিয়েছেন সিয়ামও। ৫৩ সেকেন্টের টিজারে নেই কোনো সংলাপ, রয়েছে একটি র‍্যাপ গানের অংশবিশেষ। সব মিলিয়ে রাফির গতানুগতিক ধরার বাইরের ওয়েব ফিল্ম ‘টান’ নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়া।


মন্তব্য
জেলার খবর