মন্তব্য
মিশরের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা এমইএনএ জানায়, শনিবার ভোরে ওই ভবন ধসের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ তলা ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবন ধসের এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।
আল জাজিরা