মন্তব্য
দেশে ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়লেও প্রকোপ যাতে কমানো যায়, সেজন্য সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (৭ অক্টোবর)স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, সবাইকে সচেতন করতে চেষ্টা করছি আমরা। বিভিন্ন জায়গায় সবার সঙ্গে কথা বলছি, ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। জুলাই থেকে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৮৬ জনের মৃত্যুর কথা জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছর এ সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছিল।
ঢাকা মেডিকেলের ওপর চাপ কমাতে ও কুর্মিটোলা হাসপাতালের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এন/এমকে