বাজার তদারকিতে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৪

শেখ হাসিনা সরকারের সময় কারসাজির কারণে অস্থিতিশীল হয়ে উঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের উপর সাধারণ মানুষ ছিল চরম অসন্তোষ্ট। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলেও সিন্ডিকেটের কারণে এখনো বাজারে চড় নিত্যপণ্যের দাম। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার সবজিসহ নিত্যপণ্য নিয়ে আর কোনো কারসাজি করতে দিতে চায় না। বিদ্যমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি সরবরাহ চেইন তদারকি এবং  পর্যালোচনার জন্য জেলা পর্যায়েবিশেষ টাস্কফোর্সগঠন করা হয়েছে।

সোমবার ( অক্টোবর) ‘বিশেষ টাস্কফোর্সগঠন  সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ টাস্কফোর্সে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক  এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্সে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা তার প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা তার প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং জন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

এ টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজ সাপ্লাই চেইনের অন্যান্য স্থানে সরেজমিনে পরিদর্শন করবে। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে।

উৎপাদন, পাইকারি ভোক্তা পর্যায়ের মধ্যে দামের পার্থক্য ন্যূনতম থাকার বিষয়টি এ টাস্কফোর্স নিশ্চিত করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে তারা। প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা পূর্বাভাস সেলে পাঠাবে তারা।

এদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিবেদনপর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে একটি প্রতিবেদন পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়ে

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর