আটঘরিয়ায় দুই মাদক কারবারির ৪০ দিনের কারাদন্ড

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিট্রেষ্ট নাহারুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার অক্টোবর সকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের লোকজন উপজেলার গোপালপুর গ্রামের রেজাউল (৫০), কন্দর্পপুর গ্রামের  ফারুক হোসেনের (৪৫)বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়। পরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর