মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট নাহারুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার ৮ অক্টোবর সকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের লোকজন উপজেলার গোপালপুর গ্রামের রেজাউল (৫০), কন্দর্পপুর গ্রামের ফারুক হোসেনের (৪৫)বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে