সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সংস্থাটির সব সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা৷ তবে এদের মধ্যে দু’জন সদস্য এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি, বুধবারের মধ্যে জমা দেবেন বলে পিএসসি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের খবর চেয়ারম্যানসহ সব সদস্যই পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুরের দিকে দুজন ছাড়া অন্যরা একযোগে পদত্যাগপত্র দিয়েছেন। তবে অনুপস্থিত থাকায় দুজন সদস্যের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে জমা হয়নি।
পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, যারা পদত্যাগপত্র জমা দেননি, তারা আগামীকালের মধ্যে জমা দেবেন। আর যারা জমা দিয়েছেন, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে।
পদত্যাগপত্র জমা দেওয়ার তালিকায় আছেন- চেয়ারম্যান সোহরাব হোসাইন; সদস্য ফয়েজ আহম্মদ, ও এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, মোহা. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
বিডি২৪অনলাইন/এন/এমকে