ধামইরহাটে দুর্গাপূজা শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪

নওগাঁর ধামইরহাটে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বুধবার ( অক্টোবর) কল্পারম্ভ দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে  এ পূজা শুরু হয়। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

এ বছর উপজেলায় ৩০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। বিভিন্ন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে।

ধামইরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত বিজন বাগচী বলেন, মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবার দেবীর আগমন দোলায় গমন ঘোড়ায়। শারদীয় দুর্গোৎসবে দেশ জাতির মঙ্গল কামনা করি।

ধামইরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক রামজনম রবিদাস বলেন, এবছর উপজেলায় ৩০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মন্দিরে পুলিশ আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আছেন। সীমান্তবর্তী এলাকার মন্দিরগুলোতে বিজিবির নিয়মিত টহল থাকবে। প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর