মন্তব্য
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো. সাবেত আলী। বুধবার (৯ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সবার সহযোগিতা চেয়ে একসঙ্গে কাজ করার আহবান জানান। সেই সঙ্গে পঞ্চগড় জেলায় কোনো প্রকার অনৈতিক কর্মকান্ড হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতারা।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে