শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৪

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে শান্তি নিরাপত্তা ভঙ্গের চেষ্টা যারা  করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ( অক্টোবর) রাজধানী ঢাকায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল  তার  সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, বর্তমান সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে। আপনারা দেখেছেন, কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। কীভাবে শঙ্কাগুলো সৃষ্টি করা হয়েছে এবং কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে।

কিছু সংখ্যক দুষ্কৃতকারীর সবসময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায় উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি হতে দেবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর