পঞ্চগড়ে শব্দ দূষণের দায়ে ৫ ট্রাক চালককে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪

পঞ্চগড়ে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ করার দায়ে ৫ ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। এ সময় ১০ ব্যক্তির ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের হেলিপ্যাড এলাকায় শব্দ দূষণরোধে অভিযান পরিচালনা কর পঞ্চগড় জেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের ভ্রাম্যমান আদালত ওই ৫ চালককে জরিমানা ও  ১০ ব্যক্তির ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করার আদেশ দেন। চালকের জরিমানার পরিমাণ একত্রে হাজার ৫০০ টাকা। অভিযানের প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর