রপ্তানি বেড়েছে ৬.৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৪

গেল সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে দশমিক ৭৮ শতাংশ। আর চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রপ্তানি আয় দশমিক ০৪ শতাংশ বেড়েছে। বুধবার ( অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র প্রকাশিত তথ্য  থেকে বিষয়টি জানা গেছে।

প্রাপ্ত তথ্য বলছে, গেল সেপ্টেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে দশমিক ৫২ বিলিয়ন ডলারে। গত বছরে সেপ্টেম্বরে  আয় ছিল দশমিক ২৯ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রপ্তানি আয় ১১ দশমিক ৩৭ বিলিয়ন হয়েছে। গত অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ১০ দশমিক ৮২ বিলিয়ন।

সেপ্টেম্বর মাসে পোশাক খাতে দশমিক ৭৮ বিলিয়ন, ওভেন পণ্য থেকে   দশমিক ১৮ বিলিয়ন, নিট পণ্যের ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, কৃষিপণ্য ৯৭ মিলিয়ন ডলার, প্লাস্টিক পণ্য থেকে ২৭ মিলিয়ন, চামড়া চামড়াজাত পণ্য থেকে ৮২ মিলিয়ন ডলার, পাট পাটজাত পণ্যের আয় ৬৭ মিলিয়ন ডলার,বিশেষায়িত টেক্সটাইল সেক্টরে ৩৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

গত জুলাই-সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ,  আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ২৮ বিলিয়ন ডলারে। গত বছর এ সময়ে এ আয় ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার। গেল সেপ্টেম্বর মাসে পোশাক খাতে ৬ শতাংশ, ওভেন পণ্যে ৮ দশমিক ২ শতাংশ, নিট পণ্যে ৪ দশমিক ৪০ শতাংশ, কৃষিপণ্যে ১৬ দশমিক ৮২ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৩২ দশমিক ৫০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৮ দশমিক ৫৯ শতাংশ, বিশেষায়িত টেক্সটাইল সেক্টরে ৩৫ দশমিক ৬৪ শতাংশ রপ্তানি আয় বেড়েছে। পক্ষান্তেরে পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় ১৭ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর