মালয়েশিয়ার বিমানবন্দরে মিজানুর রহমান আজহারীকে আটকে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে  অভিযোগ থাকায়  কুয়ালালামপুর বিমানবন্দরে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে আটকে দিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাঁকে  বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ হেডকোয়ার্টারে মিজানুর রহমান আজাহারীর নামে অভিযোগ থাকার কথা বলা হলেও তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সকালে  ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেশ ছাড়ার ঘোষণা দেন আজহারী। ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি।

দেশ ছাড়ার বিষয়টি উল্লেখ করে আজহারী লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ পরিস্থিতির ওপর।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর