জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ার বিমানবন্দরে সৃষ্ট জটিলতা কাটিয়ে অবশেষে দেশটিতে প্রবেশ করেছেন। এর আগে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশটিতে প্রবেশে বাধা দেয়। ফলে সেখানে আটকা পড়েন তিনি, বিমানবন্দরে ওয়েটিং রুমে প্রায় ৮ ঘন্টার মতো থাকতে হয় তাকে।সুত্র জানিয়েছিল, বিমানবন্দর থেকে তাকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছিল, সেটা এখনও দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। মূলত এ কারণে তাকে আটকে দেয় পুলিশ, ভোগান্তিতে পড়তে হয় আজাহারীকে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এটা দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় ইসলামী এ বক্তা। মালয়েশিয়ার বিমানবন্দরে সৃষ্ট জটিলতা কাটিয়ে স্থানীয় সময় রাত দুইটার দিকে দেশটিতে প্রবেশে করেন তিনি।