দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি আরও বলেছেন, সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানী ঢাকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সাধারণ জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দিতে সব প্রকল্প কম খরচে, কম সময়ে এবং অপচয় হ্রাস করে সমাপ্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে এ সরকার।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে