ডিমের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৪

দেশে উৎপাদক, পাইকারি খুচরা পর্যায়ে সরকারিভাবে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  নতুন দর বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর)  ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন,  নতুন দরে  প্রতিটি  ডিম উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা পয়সা এবং খুচরায় ১১ টাকা ৮৭ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলাসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়।  এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।  অন্যদিকে সাম্প্রতিক বন্যায় পোল্ট্রি শিল্পের ক্ষতি হওয়ায় ডিমের দাম ডজন প্রতি বেড়ে ১৮০-১৮৫ টাকা হয়।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর