বিচারকাজ করতে পারবেন না হাইকোর্টের ১২ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৪

হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে তাঁদের বিচারকাজ থেকে বিরত রাখা হবে। পর্যায়ক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৬ অক্টোবর)  বিষয়টি জানিয়েছেন জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। রেজিস্ট্রার জেনারেল এমন সময় বিষয়টি জানালেন, যখন ‘ফ্যাসিবাদের  দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও ঘরে বিক্ষোভ  করছিলেন ছাত্র-জনতা।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আজিজ আহমদ ভূঞা। ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার ঘোষণা আসার পরই হাইকোর্ট এলাকা ছাড়েন আন্দোলনকারীরা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর