৮ জাতীয় দিবস বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৪

মার্চ ও ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এসব দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আদেশ জারি করা হয়েছে। বাতিল ঘোষণা করা আটটি দিবসের মধ্যে পাঁচটিই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকেন্দ্রিক। দিবসগুলো হলো- মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস জাতীয় শিশু দিবস, আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সরকারের এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় বিভাগের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও -এর কাছে অফিস আদেশ পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর