ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪

লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।  শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করলে আক্রান্ত হয় টাওয়ারটি। খবর সংবাদমাধ্যম আল জাজিরা

দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, “সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবেদক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে একটি ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দুটি ক্যামেরা ধ্বংস হয়ে গেছে এবং টাওয়ারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শান্তিরক্ষা মিশন বলেছে, আইডিএফ এবং সব দায়িত্বশীলকে জাতিসংঘের কর্মী এবং সম্পত্তির নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে এবং সর্বদা জাতিসংঘ প্রাঙ্গণের অলঙ্ঘনীয়তাকে সম্মান করতে তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিচ্ছি আমরা।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর