এক মাসের মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে  প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের   তথ্য  জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগে করা মামলায় এদিনে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমন অবস্থায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কীএমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন,  একমাস সময় দিয়েছেন আদালত। সময়ের মধ্যে তাকে ফেরত আনতে যা যা প্রয়োজন, সেটি অবশ্যই করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর