মন্তব্য
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগে করা মামলায় এদিনে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমন অবস্থায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী— এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, একমাস সময় দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনতে যা যা প্রয়োজন, সেটি অবশ্যই করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে