দেশের বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নতুন করে চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত কমিশন প্রধানের নাম জানিয়ে দেওয়া হলেও আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন ঘোষণা করা হবে। নতুন চার কমিশন হচ্ছে- স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী অধিকার বিষয়ক কমিশন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ প্রধান হিসেবে কাজ করবেন শ্রমিক অধিকার কমিশনে, গণমাধ্যম কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবেন কলামিস্ট কামাল আহমেদ আর নারী অধিকার বিষয়ক কমিশন প্রধান হিসেবে সামলাবেন নারীপক্ষের শিরিন পারভীন হক।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, সংস্কার কমিশনের কর্মকাণ্ড সীমাবদ্ধ করছে না সরকার। সংস্কারের জন্য এটাই হচ্ছে শেষ সুযোগ। তাই এখানে যতটা ওপেন থাকা যায়।
এ চার কমিশনের বাইরে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে কমিশন গঠনের কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিক্ষা সংস্কারটা কোন পথে গেলে আধুনিক-যুগোপযোগী চাহিদার প্রতিফলন হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে