সড়কে কাদা-পানি ও খানাখন্দ, যাতায়াতে ভোগান্তি এলাকাবাসীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪

নওগাঁর ধামইরহাটের ফার্শিপাড়া থেকে রাঙ্গামাটিগামী রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব জায়গায় বৃষ্টি হলেও কাদা হয়, পানিজট লেগে যায়। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংস্কার না করায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বলছেন, নির্মাণের মাত্র দেড় বছরের মধ্যেই রাস্তাটির এমন অবস্থা সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করা হয়৷ বালু ভারী ট্রাক ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হয়। বালু বহনকারী ভারী ট্রাক ট্রাক্টরের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত  হয়েছে।

উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা, সাখাওয়াত হোসেন বলেন, "আমি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে নিয়মিত যাতায়াত করি। রাস্তাটির বিভিন্ন জায়গায় বালুবহনকারী ভারী ট্রাক ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ভোগান্তির সম্মুখীন হচ্ছি। "

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,  এ বিষয়ে বালুমহলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি৷  খুব শীঘ্রই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর