নওগাঁর ধামইরহাটের ফার্শিপাড়া থেকে রাঙ্গামাটিগামী রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব জায়গায় বৃষ্টি হলেও কাদা হয়, পানিজট লেগে যায়। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংস্কার না করায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী বলছেন, নির্মাণের মাত্র দেড় বছরের মধ্যেই রাস্তাটির এমন অবস্থা সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করা হয়৷ এ বালু ভারী ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হয়। বালু বহনকারী ভারী ট্রাক ও ট্রাক্টরের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা, সাখাওয়াত হোসেন বলেন, "আমি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে নিয়মিত যাতায়াত করি। রাস্তাটির বিভিন্ন জায়গায় বালুবহনকারী ভারী ট্রাক ও ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ভোগান্তির সম্মুখীন হচ্ছি। "
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, এ বিষয়ে বালুমহলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি৷ খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে