দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৪

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছরে যারা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যেসব পুলিশ কাজে যোগদান করেনি, তারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেনি বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।  অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর