গত ৯ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৫৯৮ জন নিহত ও ৯ হাজার ৬০১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৭৭ জন, শিশু ৭২৯ জন। এ সময়ে মোট মিলে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৪৮৫টি। রোববার (২০ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যমে প্রতিবেদনটি পাঠিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান। ৯টি দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার বাইরে এ সময়ে ৮৩টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এতে ১২৪ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। আর নৌ-দুর্ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। রেলপথে ২৪৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২২৭ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৪৯টি জাতীয় মহাসড়কে, ২১৩৪টি আঞ্চলিক সড়কে, ৭৭১টি গ্রামীণ সড়কে, ৬৭০টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬১টি সংঘটিত হয়েছে।
ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে