মন্তব্য
চীন, সৌদি আরব ও মরক্কো থেকে ১ লাখ ৫০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এ সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ১ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা।
রোববার (২০ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
এক লাখ ৫০ হাজার টন সারের মধ্যে চীন থেকে ৪০ হাজার টন ও মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার ডিএপি ও ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে