বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও উদ্যোক্তাদের ঋণ পরিশোধে সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৪

দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষুদ্র উদ্যোক্তাদের নির্ধারিত ঋণের কিস্তি পরিশোধ সমন্বয়ে তিন মাস অতিরিক্ত সময় পাচ্ছেন। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এ সংক্রান্ত  প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ সমন্বয় সহজ করতে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে প্রদেয় ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সমন্বয়যোগ্য ঋণের সমন্বয়ের মেয়াদ তিন মাস বৃদ্ধি করা যাবে। বিলম্বে পরিশোধিত অর্থের ওপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ বা অতিরিক্ত সুদ বা বিলম্ব ফি আদায় করা যাবে না। তবে গ্রাহকরা প্রকৃতই বন্যায় ক্ষতিগ্রস্ত কি না, সেটা নিজ উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করতে হবে ফাইন্যান্স কোম্পানিকে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর