পঞ্চগড়ে এইচপিভি টিকা বিষয়ক এডভোকেসী সভা

পঞ্চগড় প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪

পঞ্চগড়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিষয়ক এডভোকেসী সভা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা হয়।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক,প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.এস আই এম রাজিউল করিম প্রমূখ।

সভায় সিভিল সার্জন বলেন, প্রাথমিকভাবে পঞ্চম শ্রেনী থেকে শ্রেণী অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহিঃর্ভুত কিশোরীদের বিনামূল্য টিকা প্রদান করা হবে। ৫৭ হাজার টিকা দেওয়ার রেজিস্ট্রেশন করার টার্গেট রয়েছে বলেও জানান তিনি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় আগামী ২৪ অক্টোবর থেকে স্কুল পর্যায়ে িএ  টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর