বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন  হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ সোহেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।  কমিটির বাকি দুজন হলেন- মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না বলে জানান সমন্বয়করা।

 

বিডি২৪অনলাইন/আর/এমকে


মন্তব্য
জেলার খবর